- সংবাদদাতা.
- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর অন্তর্গত চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় চা শ্রমিকের মাঝে এককালীন অর্থ সহায়তা বিতরন করা হয়।
- শনিবার ১৫ জুন দুপুরে উপজেলার মির্জাপুর চা বাগানে ৫ হাজার টাকা করে চেক ৬৩০ জন চা শ্রমিকদের মাঝে ৩১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহায়তা বিতরন করা হয়।
- উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
- এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আছকির মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
- শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, উপজেলায় সর্বমোট ৫৭৮৬ জন চা শ্রমিককে দুই কোটি ঊননব্বই লক্ষ ত্রিশ হাজার টাকা বিতরন করা হবে।
চা শ্রমিকদের মাঝে অর্থ সহায়তা প্রদান
শেয়ার করুন