- বড়লেখা প্রতিনিধি
- বড়লেখায় অটোরিকশার (সিএনজি) ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান মুজি (৪০)। তিনি উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির কুমারশাইল গ্রামের মস্তকিম আলীর ছেলে। রোববার ১৬ জুন রাতে গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের রাস্তায় অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহতের ছোটভাই মাতাবুর রহমান সোমবার ১৭ জুন দুপুরে অটোরিকশা চালক কুমারশাইল গ্রামের সফিক উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে (২২) আসামী করে থানায় মামলা করেছেন। সোমবার বিকেলে পুলিশ অটোরিকশা চালক জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে।
জানা গেছে, নিহত মুজিবুর রহমান মুজি দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন জীবন যাপন করছেন। রোববার রাত সোয়া একটার দিকে কুমারশাইল কেন্দ্রীয জামে মসজিদের পাশের রাস্তায় শাহবাজপুর বাজার থেকে কুমারশাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয়।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, পুলিশ গাড়িটি (মৌলভীবাজার থ: ১১-৩৩-৯৭) আটক ও চালক জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অটোরিকশার ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু : চালক গ্রেফতার
শেয়ার করুন