কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

জালালাবাদবার্তা.কমঃ কানাডার টরন্টোর ডাউনটাউন, রিজেন্ট পার্ক নিবাসী সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মেজবাহ সাহেবের স্ত্রী রত্না বেগম আজ স্থানীয় সময় দুপুর ১:১৫ মিনিটের সময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় ডানডাস এবং রিজেন্ট পার্ক ইন্টারসেকশনে (ডেনিয়েল স্পেক্ট্রাম এর সামনে) নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।

২ ছেলে ও ১ মেয়ে সহ তিনি টরন্টোর সেকভিল স্ট্রীট এ বসবাস করে আসছিলেন। টরন্টো নিবাসী ৫ ভাই আব্দুল আউয়াল, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, আব্দুল হক, আব্দুল হান্নানের একমাত্র বোন ছিলেন তিনি। মরহুমার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার বরই কান্দি গ্রামে।

টরন্টো পুলিশ দুর্ঘটনার কারন অনুসন্ধান করছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তদন্তের জন্য লাশ রাস্তার উপরই ছিলো।

মহান রাব্বুল আলামিন এই বোনকে কে জান্নাত বাসী করুন, আমিন। রত্না বেগমের অকাল মৃত্যুতে টরন্টোর বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন