জালালাবাদবার্তা.কমঃ কানাডার টরন্টোর ডাউনটাউন, রিজেন্ট পার্ক নিবাসী সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মেজবাহ সাহেবের স্ত্রী রত্না বেগম আজ স্থানীয় সময় দুপুর ১:১৫ মিনিটের সময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় ডানডাস এবং রিজেন্ট পার্ক ইন্টারসেকশনে (ডেনিয়েল স্পেক্ট্রাম এর সামনে) নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।
২ ছেলে ও ১ মেয়ে সহ তিনি টরন্টোর সেকভিল স্ট্রীট এ বসবাস করে আসছিলেন। টরন্টো নিবাসী ৫ ভাই আব্দুল আউয়াল, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, আব্দুল হক, আব্দুল হান্নানের একমাত্র বোন ছিলেন তিনি। মরহুমার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার বরই কান্দি গ্রামে।
টরন্টো পুলিশ দুর্ঘটনার কারন অনুসন্ধান করছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তদন্তের জন্য লাশ রাস্তার উপরই ছিলো।
মহান রাব্বুল আলামিন এই বোনকে কে জান্নাত বাসী করুন, আমিন। রত্না বেগমের অকাল মৃত্যুতে টরন্টোর বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।