মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দূর্গাপুর এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মোস্তুফা (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোস্তুফা উপজেলা ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম উপজেলার হরষপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে জনৈক ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীর বাবা বাড়ীতে না থাকায় রাতে লেখাপড়া শেষ করে ওই ছাত্রী তার ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে একই এলাকার আব্দুর রহমানের ছেলে মোস্তুফা ও তার সঙ্গীরা ঘরে প্রবেশ করে গণধর্ষণ করে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারা জবানবন্দি সম্পূর্ণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মোস্তুফাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।