কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন কে সামনে রেখে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নির্ধারনের জন্য সাতবাঁক ইউপি আওয়ামীলীগের উদ্যোগে এক বর্ধিত সভা গতকাল শুক্রবার বিকেল ৪টায় সাতবাঁক ইউপি কমপ্লেক্স হলে অনুষ্ঠিত হয়। ইউপি আওয়ামীলীগের সভাপতি হাজী মখদ্দুছ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাতবাঁক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নূরের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহŸায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহŸায়ক যথাক্রমে রফিক আহমদ, ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, রিংকু চক্রবর্তী, আ’লীগ নেতা কাউন্সিলর মাসুক আহমদ, জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আ’লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে সভায় সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন পদে ৬ জন প্রার্থী তাদের সমর্থকদের মাধ্যমে নামের তালিকা উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের কাছে দাখিল করেন।
চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করার জন্য যে সব প্রার্থী তালিকা জমা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন সদ্য সমাপ্ত কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতাকারী সাতবাঁক ইউপির পদত্যাগকৃত ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এ্যাডঃ আব্দুল খালিক, সড়ক পরিবহন শ্রমিকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, ঠিকাদার আব্দুল মান্নান, আ’লীগ নেতা আব্দুন নূর কুটই, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ। সভায় ইউপি আওয়ামীলীগের সভাপতি মখদ্দুছ আলী, মস্তাক আহমদ পলাশের প্রতি সমর্থন জানিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানিয়েছেন সাতবাঁক ইউপির উপ-নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী নির্ধারনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় দলীয় মনোনয়ন পেতে ৬ জন প্রার্র্থী তাদের তালিকা উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের কাছে দাখিল করেছেন। এ ৬জন প্রার্থীর তালিকা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে পাঠানোর মাধ্যমে একক প্রার্থী দলগত ভাবে নির্বাচিত করা হবে।