পুলিশের নজরে সিলেটের ৩৮ হুন্ডি কারবারি

  • জ্যেষ্ঠ প্রতিবেদক :
  •  সিলেটের ৩৮ হুন্ডি কারবারিকে নজরে রেখেছে পুলিশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এদের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ সদর দপ্তর। এই হুন্ডি কারবারিদের নাম বিভিন্ন গোয়েন্দা সংস্থার করা তালিকায় রয়েছে।

    জানা গেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সারাদেশে হুন্ডি কারবারিদের একটি তালিকা করে। তালিকায় নাম রয়েছে ৬৩০ জনের। তন্মধ্যে ৩৮ জন সিলেট বিভাগের চারটি জেলার।

    সূত্র মতে, তালিকাটি প্রথমে করা হয়েছিল ২০১৭ সালের শেষ দিকে। এ তালিকা ধরে তদন্ত শেষ না হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠায় পুলিশ সদর দপ্তরে। তালিকাটি দেশের সকল জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়। তালিকায় থাকা নিজ নিজ জেলার হুন্ডি কারবারিদের বিষয়ে খোঁজ নিতে নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর।

    তালিকায় সিলেট বিভাগের যেসব হুন্ডি কারবারিদের নাম রয়েছে, তারা হলেন- সিলেট জেলার মুক্তাদির আহমেদ শামীম, আতিকুর রহমান, হরুন অর রশীদ, জয়নাল আবেদীন, সেলিম খান, আমীর উদ্দিন, হারিছ আলী, মৌলভীবাজার জেলার ইয়াওর রহমান, বকুল পাল, বাচ্চু মিয়া, বিজয়া, রোমান মিয়া, মুহাইমিন, মো. শামীম, আব্দুল আহাদ, আব্দুর রহিম ও সুমন আহমদ, সুনামগঞ্জ জেলার সাইফুল ইসলাম, আব্দুল হাকিম, গোলাপ মিয়া, ঝন্টু ভূষণ সরকার, মঞ্জুর আলম খন্দকার, মোশারফ হোসেন, তোফায়েল মিয়া, এমমাদ হোসেন, তোফায়েল আহমেদ, আবুল খায়ের, আব্দুল কুদ্দুস ও আলকাছ উদ্দিন খন্দকার এবং হবিগঞ্জ জেলার ফরিদ মিয়া, শাহজাহান মিয়া, বাবুল মিয়া, জসিম উদ্দিন, জাবেদ খান, সুমন মিয়া, ডালিম মিয়া, মোস্তাক আহমেদ ও ইমরান আহমদ।

    জানা গেছে, তালিকাভুক্ত হুন্ডি কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

    এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদমাধ্যমকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হুন্ডি কারবারিদের একটি তালিকা করেছে। সেই তালিকা ধরে কাজ করছে পুলিশ। হুন্ডি কারবারিদের ছাড় দেয়া হবে না।’

    পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তালিকাভুক্ত হুন্ডি কারবারিদের ধরতে কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিট।’

  • সূত্র-সিলেট ভিউ===
শেয়ার করুন