আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী

  • বিশেষ প্রতিবেদক.
  • মৌলভীবাজারে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেককাটা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
  • প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জুন সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।
  • পরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শহর প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
  • এখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল প্রমুখ।
শেয়ার করুন