- এম রকিব….
- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে এককালিন অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর অন্তর্গত চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় ৫১ লক্ষাধিক টাকার চেক প্রদান করা হয়।
- রোববার দুপুরে উপজেলার কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে কালিঘাট ইউনিয়নের আটটি চা বাগানের সহশ্রাধিক চা শ্রমিকদের মাঝে নগদ অর্থের চেক বিতরন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
- এসময় উপজেলা সমাজসেবা অফিসার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
-
ড. মো. আব্দুস শহীদ জানান, কালিঘাট ইউনিয়নের আটটি চা বাগানের এক হাজার পঁচিশ জন চা শ্রমিকদের মাঝে পাঁচ হাজার টাকা করে মোট একান্ন লক্ষ পঁচিশ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে। এর মধ্যে কাকিয়াছড়া চা বাগানে ৭৯, খাইছড়া বাগানে ৯৭, জাগছড়ায় ১৭৫, ভূরভুরিয়া ১১৩, ভাড়াউড়া ২৩৪, বিলাশছড়া ৬০, লাখাইছড়ায় ১৫৫ এবং সোনাছড়া চা বাগানে ১১২ জন চা শ্রমিকদের মাঝে এই অর্থের চেক প্রদান করা হয়। এটি মূলত চা বাগানগুলোতে জুন, জুলাই, আগষ্ট এই তিন মাস বাগানে কাজ কম থাকে তাই সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর অন্তর্গত চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় এ সহায়তা প্রদান করছে সরকার।
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে ৫১ লক্ষ টাকার চেক বিতরন
শেয়ার করুন