মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্গাপুর এলাকায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে শাহেদ আলী (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ জুন) ভোরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম ঢাকা সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
শাহেদ ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জুন দিবাগত রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে জনৈক ৯ম শ্রেণির স্কুলছাত্রীর বাবা বাড়িতে না থাকায় রাতে লেখাপড়া করে ওই ছাত্রী তার ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে শাহেদ আলী ও তার সঙ্গীরা ঘরে প্রবেশ করে গণধর্ষণ করে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারা জবানবন্দি সম্পূর্ণ করা হয়েছে। ঘটনার প্রধান আসামি শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।