মৌলভীবাজারে প্রবাসী সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

খ ম জুলফিকার, মৌলভীবাজার প্রতিনিধিঃ

প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ (পিএসপি) এর উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

২৩ জুন (রবিবার) সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলা দনাশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আঞ্জুম আরা খাতুন এর সভপতিত্বে ও সমাজ কর্মী নানু মিয়ার পরিচালনায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনপ্রত্যাশার নির্বাহী সম্পাদক ও জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক বেলাল তালুকদার, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যুগ্ম সম্পাদক শামীম আহমদ, সহকারি শিক্ষিকা পপি রানী পাল, সহকারি শিক্ষিকা নন্দিতা দেব, পিএসপির সদস্য আব্দুল আলীম।

এছাড়াও উপস্থিত ছিলেন পিএসপির সদস্য আবু সুফিয়ান, দিশালোক জামে মসজিদের ইমাম মৌলানা আব্দুস সামাদ তোফায়েল, পিএসপির ক্রীড়া সম্পাদক শামীম আহমদ, নাইম আহমদ প্রমুখ।

প্রবাসী সমাজকল্যাণ পরিষদ (পিএসপি)র প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদ রহমান তরফদার, পিএসপির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য জয়নাল তরফদার ও পিএসপির সাংগঠনিক সম্পাদক আসাদ মিয়ার সার্বিক সহযোগীতায় এই উপকরণ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিএসপির বাংলাদেশ শাখার সভাপতি শাহজাহান চৌধুরী।

শেয়ার করুন