সমাজে পুরুষের মতো বর্তমানে নারীরাও সব বিষয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে-ইউএনও মো.মনিরুজ্জামান

 

মৌলভীবাজার প্রতিনিধি.
সমাজে পুরুষের মতো বর্তমানে নারীরাও সব বিষয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক ক্ষমতায়নসহ সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
গত (১৯জুন) বুধবার দুপুর দেড়টায় সদর উপজেলার (ইউএনও) সেমিনার হলে- অনুষ্ঠিত “অপরাজিতা” নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলার ইউএনও মো.মনিরুজ্জামান এসব কথা বলেন।
প্রিপ ট্রাস্টের সহায়তায় এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) অর্থায়নে ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পের নির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে দুইদিন ব্যাপী-কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় ২৪ জন নারী অংশ নেয়।
নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের যথাযথ দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সরকার সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধন, আইন প্রণয়ণ বা আইন বাস্তবায়নের জন্য নীতি নির্ধারকদের দৃষ্টির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে নারী জনপ্রতিনিধিরা মতামত ব্যক্ত করেন।
নেতৃত্ব বিকাশ ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশলায়া
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের মো.সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ক্লাষ্টার এন্ড ট্রেনিং অফিসার পরিমল দেব,কো অর্ডিনেটর মো.নজরুল ইসলাম।
দুইদিন ব্যাপী কর্মশালায় সংগঠনের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রিপ ট্রাস্ট্র সিলেট বিভাগীয় অফিসের আঞ্চলিক পরিচালক মো. নজরুল ইসলাম ।
শেয়ার করুন