-
মো. বাহার উদ্দিন, রামগড় ( খাগড়াছড়ি) প্রতিনিধি
-
সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার রামগড়ে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তজাতিক দিবস পালন করা হয়েছে।
-
২৬ জুন বুধবার সকাল ১১টার দিকে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযথ ভাবে দিবসটি যথাযথভাবে পালিত হয়।
-
রামগড় উপজেলা টাউন হল চত্বর হইতে রামগড় উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. সরোয়ার উদ্দিন’র নেতৃত্বে সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে। র্যালি শেষে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সরোয়ার উদ্দিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
-
সভায় বক্তব্য রাখেন, রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত রেহানা, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক মোহাম্মদ আবদুল হান্নান, উপজেলা মৎস অফিসার বিজয় কুমার দাস, রামগড় সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বাবু মংসাজাই মার্মা,রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের, মুক্তি যোদ্ধা কমান্ডার মফিজুর রহমান,ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র লীগ নেতা মো. শাহ আলম প্রমুখ।
-
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
“রামগড়ে মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক ” দিবস পালিত
শেয়ার করুন