সৈয়দ নাজমূল আলম::
নবীগঞ্জ উপজেলার প্রথম পত্রিকা ‘মাসিক গোপলা’র ১৭তম বছরে পদার্পণ উপলক্ষে মাসিক গোপলা পরিবারের উদ্যোগে উপজেলার জালালসাপ আদর্শগ্রামের মাঠে ২৭ জুন বৃহস্পতিবার এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করেন জালালসাপ একাদশ বনাম দুর্লভপুর একাদশ।
খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের টান টান উত্তেজনায় ২-১ গোলে জিতে যায় দুর্লভপুর একাদশ। ফুটবল ম্যাচটি পরিচালনা করেন মোহাম্মদ জয়নাল আহমেদ।
মাসিক গোপলা’র সহ-সম্পাদক এম এ রহিমের সার্বিক পরিচালনায় খেলা শেষে উভয় দলের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের ১ নং প্যানেল চেয়ারম্যান বশির আহমদ, বিশিষ্ট মুরুব্বি হাফিজউল্লা ও সাংবাদিক রুমেল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় শত শত দর্শক। খেলার পুরুষ্কার প্রদান করা হয় বশির আহমদ ও রুমেল হাসানের সৌজন্যে।
উল্লেখ্য যে, কবি মিজান মিজান মোহাম্মদের সম্পাদনায় মাসিক গোপলা ২০০৩ সালের জুন মাসে প্রথম প্রকাশ হয়। ইতিমধ্যে পত্রিকাটির ৯৯টি সংখ্যা প্রকাশিত হয়েছে। আগামী মাসেই পত্রিকাটি প্রকাশ করবে শততম সংখ্যা।