পাঁচ ইন্দ্রিয় দ্বারা যিনা
জাহেদুল ইসলাম (বাধঁন)
অসাধু আজ অঙ্গে অঙ্গে
কাঁকর পতন মন,
পাতক নীরে ডুবছে মানব
হয় না যিনা নিধন।
ভজন নারীর চপলা গতির
লাবন্য ত্বকে যিনা,
দুষ্ট দুলাল বিষের চোখে
বাজাই ব্যতয় বীণা।
নির্গমনে রোজ অবলা হাটে
ঠোটে রক্তেলাল,
অসৎ মানবের বিষাক্ত তীর
ইবলিশের জাল।
লোচন দৈনিক যিনা বাড়াই
জিব্বাহ মুখে কয়,
মানব দেহের অঙ্গ ত্বকে
অনুভূতি হয়।
শ্রুতি শুনে আজব কথা
নাক দিয়ে লয় ঘ্রাণ,
পরনারীকে গ্রাস করে আজ
মরলো সত্য প্রাণ।
কথায় বলে গর্হিত কাজ
সবি ইন্দ্রজাল,
অনুতাপে মন মরিলো
ভাঙলো আমল ডাল।
পাঁচ ইন্দ্রিয় যিনা করে
নকশা হয়ে রয়,
খোদার আজাব কেমন হবে
রাখিনা তো ভয়!!
রচনাকালঃ ২৫/০৬/২০১৯ইং