আগুন নেভাতে ফায়ার ডিপার্টমেন্টের কয়েকটি ইউনিট কাজ করে। আধাঘণ্টা চেষ্টার পর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এসময় চারতলা ভবনটির নীচতলায় খামার বাড়ি গ্রোসারিতে আগুন লাগলে আশপাশের বাসিন্দা ও পথচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ভবনটিতে অন্তত তিনটি বিভিন্ন ধরনের দোকান ও বেশ কয়েকটি অফিস রয়েছে। প্রায় সবগুলো প্রতিষ্ঠানই বাংলাদেশি মালিকানাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোররাতে আগুনে পুড়ে ছাঁই গেছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান খামারবাড়ি গ্রোসারী। সূর্য উঠার আগে ৭৩ স্ট্রীটের গ্রোসারীটির শাটার ভেদ করে ঘন কালো ধোয়া বেড়িযে আসতে দেখা যায়। কিছুক্ষণ পর দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা বেড়িয়ে আসতে থাকে ভেতর থেকে।
ফায়ার সার্ভিস আসার আগেই পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। সাত সকালে আগুন লাগার ঘটনার সময় ২৪ ঘন্টার ব্যস্ত ৭৩ স্ট্রীটের আশে পাশের কোন দোকানের কেউই টের পাননি তাদের পাশের বন্ধ দোকানটিতে আগুন লেগেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকবাবে ধারণা করছে ফায়ার মার্শাল অফিস।
খামারবাড়ির আগুনের লেলিহান শিখার তাপে পাশাপাশি দুটি পাঁচতলা বাণিজ্যিক ভবনের অন্যান্য দোকান ও অফিসগুলোরও ক্ষতি হয়েছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও আগুনে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভাতে ফায়ার ডিপার্টমেন্টের কয়েকটি ইউনিট কাজ করে। আধাঘণ্টা চেষ্টার পর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সূত্রঃ ঠিকানা অনলাইন