ভানুগাছ স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যাত্রী আহত

  • মৌলভীবাজার প্রতিনিধি.
  • মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে চলন্ত কালনী ট্রেন থেকে পড়ে মইনুল ইসলাম (২২) নামে এক ট্রেন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় ট্রেন যাত্রী মইনুলকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
    বৃহস্পতিবার (২৭ জুন) রাত সোয়া ৯টার দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
  • আহত ট্রেন যাত্রী মইনুল কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল গ্রামের সামছুজ্জামানের ছেলে।
    রেলওয়ে সুত্রে জানা যায়, ট্রেন যাত্রী মইনুল ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনী ট্রেনে কমলগঞ্জের শমসেরনগর স্টেশনে আসছিলেন। ট্রেনটি রাত ৯ টা ১৫ মিনিটের সময় ভানুগাছ ষ্টেশন অতিক্রমকালে চলন্ত ট্রেন থেকে পড়ে তিনি আহত হন। গুরুত্বর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ ৫০ শষ্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করিয়ে দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
  • বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ ষ্টেশন মাষ্টার সেলিম আহমদ বলেন, সিলেটগামী কালনী ট্রেনটি পাশ্ববর্তী শমসেরনগর স্টেশনে যাত্রা বিরতি করে। রাত সোয়া ৯টায় যখন ট্রেনটি ভানুগাছ ষ্টেশন অতিক্রম করছিল তখন চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যাত্রী মইনুল গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শেয়ার করুন