- মৌলভীবাজার প্রতিনিধি.
- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবা সেবনকালে শাহীন মিয়া (৩০) আটক করেছে পুলিশ । তাকে আটককালে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭জুন) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বি নেতৃত্বে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জুবন গ্রামের রোমান মিয়ার বাড়ী থেকে ইয়াবা সেবনকালে তাকে আটক করা হয়। ওই সময় বাড়ির মালিক রোমান মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় বসতঘর থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক শাহীন ওই এলাকার মতিন মিয়ার ছেলে।
- শাহীনের স্ত্রী পারভীন বেগমের অভিযোগ,প্রথমে তাকে নারীসহ আটক করে । এরপর পুলিশ তাদেরকে থানায় নিয়ে গেলে আটক নারীকে ছেড়ে দেয় আর আমার স্বামীকে শাহীন মিয়াকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার দেখায়। প্রকৃতপক্ষে আমার স্বামী ইয়াবা ব্যবসা করেন না।
- আজ শুক্রবার সকালে শ্রীমঙ্গল থানার ওসি মো.আব্দুস ছালেক মোবাইল ফোনে এতথ্য নিশ্চিত করেন।
- এদিকে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল রুপুসপুর একটি ভাড়া বাড়ী থেকে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক আবু জাফর, এ এসআই উত্তম অভিয়ান চালিয়ে বসতঘর থেকে ৪৩০ পিস ইয়াবা ও নগদ ২১ হাজার টাকাসহ বিধান দেবকে আটক করা হয়। পরে বিধান দেব কে শ্রীমঙ্গল থানায় সোর্পদ করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা রজু করেন। তিনি জানান,বিধান দেব পাইকারি ইয়াবা বিক্রেতা। দীর্ঘদিন যাবত সে এ ব্যবসায় জড়িত। গ্রেফতারকৃত বিধান দেব (৪৫) শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরসুর এলাকার মৃত বিনয় দেব ছেলে।
শ্রীমঙ্গলে অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক
শেয়ার করুন