কমলগঞ্জের আলীনগর চা বাগানে ডাকাতি, আহত ১

  • আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
  • মৌলভীবাজারের কমলগঞ্জের শুক্রবার দিবাগত শনিবার ভোর রাতে আলীনগর চা বাগানে ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার ভোর রাত ৩টা থেকে ৪টার মধ্যে আলীনগর চা বাগান হাসপাতাল সংলগ্ন বাগান কর্মচারী গৌতম করের বাসায় এ ঘটনাটি ঘটে।
    ডাকাত আক্রান্ত চা বাগান কর্মচারী গৌতম কর (৪৫) জানান, রাত ৩টার দিকে সশস্ত্র একদল ডাকাত বাসার সামনের ফটকের দরজা ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে। সাথে সাথে আমি ঘটনাটি বুঝতে পেলে আমার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভাঙ্গার পর আমি দেখতে পাই দশ থেকে বারো জন মুখোশদারি লোক। আমি তৎক্ষণাত কিছু বলা বা করার আগেই তাদের মধ্য থেকে এক লোক তার হাতের রড দ্বারা আমার বাম হাতে আঘাত করে এবং আমি আঘাত প্রাপ্ত অবস্থায় ভয় পেয়ে আলমারির চাঁবি তাদের হাতে তোলে দেই। তারপর ডাকাতরা ঘরের আলমারী ভেঙ্গে তছনছ করে নগদ ২০ হাজার টাকা,দুটি দামি মুঠোফোন, একটি ট্যাব, একটি সনি টিভি, হারমোনিয়ান ও ব্যবহারী ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতদলের প্রহারে তিনি (বাসার মালিক গৌতম কর) আহত হয়েছেন। তিনি আরও জানান ঘটনার খবর পেয়ে ভোরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এ ঘটনায় থানায় লিখিত একটি অভিযোগ করবেন বলেও গৌতম কর এর পরিবার জানান। এই বিষয়ে ইউ,পি চেয়ারম্যান মোঃ ফজলুল হক বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আগেও একবার গৌতম করের বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। তিনি আরও বলেন এই বিষয়ে পুলিশকে জোড়ালো প্রদক্ষেপ গ্রহণ করার জন্য।
শেয়ার করুন