পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
’খালি লাফায়, খালি ঘোরে। লাফায় আর ঘোরে, লারে লাপ্পা, লারে লাপ্পা’ এভাবেই ক্যানভাস করে পটুয়াখালী শহরের বিভেন্ন অলি গলিতে বিশেষ করে আবাসিক এলাকায় দীর্ঘ কয়েক দশক যাবত লারেলাপ্পা বিক্রি করছেন ৯৭ বছর বয়সী নুরু খাঁ। বয়সের সাথে সাথে নুরু খাঁ’র সামনের পাটির অধিকাংশ পরে গেছে। এছাড়া ডান পা ভাঙ্গার কারনে অনেকটা খুড়িয়ে খুড়িয়ে চলাচল করেন তিনি। এর পরও জীবন যুদ্ধে তিনি এই লারেলাপ্পা বিক্রি করেই সংসার চালাচ্ছেন। কারো কাছে হাত পাতেন না। যে কারনে সবার কাছেই তিনি পছন্দের মানুষ।
শিশু কিশোরদের কাছে জনপ্রিয় এই খেলনাটি প্রতিপিচ তিন টাকা দরে বিক্রি করেন। তবে কেউ এক সাথে দুটি নিলে তার মূল্য রাখেন পাঁচ টাকা। নুরু খাঁ’র বাড়ি পটুয়াখালী সদর উপজেলার নব গঠিত ভুড়িয়া ইউনিয়নে। নুর খাঁ’র সাত ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে এবং বড় মেয়ে ছাড়া কেউ তার খোঁজ খবর রাখে না। তাইতো অভাবের সংশারে স্ত্রীকে নিয়ে কোনও রকম চলে যেতে নিয়মিত লারেলাপ্পা নিয়ে নেমে পরেন শহরের অলি গলিতে ।
তবে নুরু খাঁ এখন আর তেমন বেশি হাটতে পারে না এ কারনে দিন দিন তার আয় কমে আসছে। আর সেই সাথে পাল্লা দিয়ে নানান ধরনের রোগ বালাই তাকে আক্রমন করছে। তবে অর্থভাবে চিকিৎসা করাতে পারছেন না। এর পরও নুরু খাঁ কারও কাছে সাহায্য চাচ্ছে না। নিজে আয় করেই জীবনটা পরিচালনা করতে চান তিনি।