সৌন্দর্য্যরে লীলাভূমি, নৈর্স্বাগিক কক্সবাজার জেলার সৌন্দর্য্যের রানী খ্যাত মহেশখালীর জনপথ। এই সৌন্দর্য্যকে দ্বিগুন করে বিশ্ববাসীর কাছে পরিচিতির পথকে করেছে সহজ। যার ভূমিকায় ছিলেন কক্সবাজারবাসীর আস্থা, মহেশখালীর কৃতিসন্তান। বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত, আস্থাভাজন, সাবেক তুখোঁড় ছাএনেতা কক্সবাজার ২ আসনের মাননীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা কক্সবাজারবাসীর নয়নের মণি এমপি আলহাজ্ব আশেক উলাহ্ রফিক।
প্রিয় স্যার, আপনার নিকট অধিকার নয়, বিনীত নিবেদন, বিনীত অনুরোধ ও প্রাণের দাবি যাহা আপনার একান্ত প্রচেষ্টায় সম্ভব মহেশখালী – কক্সবাজার সেতু। যাহা বর্তমানে পারাপারের একমাত্র উপায় নৌজান। যাহা দ্বারা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারন জনগোষ্টি। এই চিরধার্য্য বিপদ, কখন যে সেতু দ্বারা আশির্বাদ বয়ে আনবে মহেশখালীবাসীর ভাগ্য আকাশে তা স্বয়ং উপরওয়ালাই ভাল জানেন। তবে কেন জানি মহেশখালীবাসীর বিশ্বাস আপনি, চেষ্টা করলে এই বিপদগামী খরস্রোত নদীর / সাগরের বুকে জেগে উঠবে দ্বিতীয় বঙ্গবন্ধু সেতু।
যার চির স্মরণীয় অধ্যায়ে চির অম্লান হয়ে থাকবে প্রিয় অভিবাভক আশেক উল্লাহ রফিক। প্রিয় অভিভাবক এই সাত কিঃমিঃ খরস্রোত নৌপথে প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছে আপনার জন্য নিবেদিত আপনার জনগোষ্টি।
প্রতি জনের বোট ভাড়া ও অন্যান্য খরচাদিসহ মহেশখালী হতে কক্সবাজার পৌছাতে খরচ হয় ১৩০ টাকা, যাহা শুদুমাত্র জন প্রতি মানুষের জন্য। বাচ্ছা বা প্রয়োজনীয় উপকরন থাকলে গুনতে হয় বাড়তি ভাড়া ও শিকার হতে হয় নানা সমস্যার। যাহা প্রতিটি শ্রেণি মানুষের চরম পর্যায়ের ভোগান্তির কারন। পর্যটন মৌসুমে ভোগান্তি বাড়ে দ্বিগুন, বাড়ে হয়রানি দ্বিগুন। রির্জাভ ছাড়া কোন বোট ছাড়েনা, ছাড়লে দ্বিগুন ভাড়া। মহেশখালীবাসির একটাই প্রশ্ন আজন্ম রয়ে যাবে, বাংলাদেশ নদী মাতৃক দেশ। প্রায় জেলায় রয়েছে নৌ-যান চলাচল ব্যবস্থা। কিন্তু মহেশখালীর যত গলাকাটা ভাড়া ও চরম ভোগান্তি বাংলাদেশের আর কোথাও হয়তো নাই। আমার প্রিয় মাতৃভুমি মহেশখালিতে কেন এই নির্যাতন?
প্রানের প্রিয় অভিভাবক আমরা আমজনতা মনে প্রাণে বিশ্বাস করি, আপনি প্রচেষ্টা বা মন থেকে চাইলে দেশরত্ন গনতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে মহেশখালীবাসীর এই চরম দুর্দশা আর প্রাণের দাবি উপস্থাপন করলে তিনি আর না করতে পারবেন না। কেননা কক্সবাজারবাসী বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী অন্তত আপনাকে ফিরিয়ে দিবেন না।
প্রিয় অভিভাবক, আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে বলতে চাই আপনার প্রচেষ্টায় এই মরণ ঘাটকে সেতুতে রুপান্তর দ্বারা কক্সবাজারকে আরেকবার বিশ্ব দরবারে পরিচিত করুন।
“জয়তু উন্নয়নের কান্ডারী শেখ হাসিনা, জয়তু কক্সবাজারবাসীর নয়নের মণি আশেক উল্লাহ রফিক ভাই”
নিবেদক: আপনার অত্র এলাকার একান্ত সৈনিক