গোলাপগঞ্জের কৃতি সন্তান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রফি আহমদ চৌধুরীর ইন্তেকাল, আজ জানাজা

মাহফুজ চৌধুরী, গোলাপগঞ্জ, সিলেটঃ

সিলেটের গোলাপগঞ্জের কৃতি সন্তান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রফি আহমদ চৌধুরী গতকাল শনিবার ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ৩০ জুন রোববার বাদ আসর গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী দিঘীরপাড় নিবাসী রফি আহমদ চৌধুরীর জানাজা রণকেলী বনবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্টিত হবে।

বাংলাদেশ বেতারের সাবেক মহা-পরিচালক, সাবেক অতিরিক্ত সচিব মরহুম রফি আহমদ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত, বিডিআরের প্রাক্তন মহা-পরিচালক মেজর জেনারেল মরহুম সফি আহমদ চৌধুরী, এয়ার কমোডর মরহুম সিএ মান্নান ও মেজর মরহুম আলাউদ্দিন চৌধুরীর সহদোর ছিলেন।

শেয়ার করুন