কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপি বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য ব্যবসায়ী আব্দুস শহিদ আর নেই। গতকাল ২৯ জুন শনিবার নিজ গ্রাম ঠাকুরের মাটি জামে মসজিদে আছরের নামাজ আদায়রত অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েন তিঁনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুস শহিদ দিঘীরপার ইউপি বিএনপির সভাপতি দায়িত্ব পালনের পাশাপাশি পূর্বে সড়কের বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ছিলেন। দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিগত দিনের সরকারী বিরোধী আন্দোলনের জের ধরে বিএনপি নেতা আব্দুস শহিদের বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। মামলার কারনে শারীরিক ভাবে তিনি কিছুটা অসুস্থ্য অবস্থায় দিন যাপন করছিলেন।
৩০ জুন রবিবার সকাল ১০ টায় সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা মাঠে আব্দুস শহিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে বিএনপি নেতা আব্দুস শহিদের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ অসংখ্য মানুষ তার বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন।