জালালাবাদবার্তা.কমঃ
বুয়েটের সাবেক শিক্ষার্থী টরন্টো প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ হাসান বেশ অনেকদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সাপ্তাহিক দেশের আলো ও জালালাবাদবার্তা.কম এর পক্ষ থেকে আমরা শোকাহত।
শনিবার (২৯ জুন) রাত ৯ টা ২৬ মিনিটে টরন্টোর মাউন্ট সিনাই হাসপাতালে প্রকৌশলী হাসান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি CIBC ব্যাংকে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী কমিউনিটির পরিচিত মুখ ডাক্তার রুবিনা রোকাইয়া।
আজ ৩০ জুন, রবিবার বাদ যোহর টরন্টোর নাগেট মসজিদে (441 Nugget Ave, Scarborough) মরহুম মোহাম্মদ হাসানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে জানাজায় উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়েছে।