নিজস্ব প্রতিবেদক :: আবারও আবাসিক গ্যাসের দাম বেড়েছে।
এমন তথ্য দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে এক ও দুই চুলার গ্যাসের দাম ১৭৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে।
রবিবার (৩০ জুন) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলনের মাধ্যমে দাম বাড়ার বিষয়টি ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এক চুলার গ্যাসের দাম ৭৫০ টাকা বৃদ্ধি করে ৯২৫ টাকা ও দুই চুলার গ্যাসের দাম ৮০০ টাকা থেকে বৃদ্ধি করে ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্যাসের দাম বৃদ্ধির লক্ষ্যে গত কয়েক মাস আগে গণশুনানী করে বিইআরসি। গণশুনানীর পর রবিবার আনুষ্ঠানিকভাবে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি জানানো হয়।