মৌলভীবাজার পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের ১৪২ কোটি ২৭ লক্ষ ৪০ হাজার ২৭৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে পৌর সভার হলরুমে এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। পৌর নাগরিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) রনধীর কুমার রায়ের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে বাজেট উস্থাপন শেষে উন্মুক্ত আলোচনায় অংশ নেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. ফয়ছল আহমদ, আলহাজ আয়াস আহমদ, মনবীর রায় মঞ্জু, স্বাগত কিশোর দাস চৌধুরী,নাহিদ আহমদ, বায়েছ আহমদ ও শ্যামলী দাশ পুরকায়স্থ ও পৌর কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ। নতুন করারোপ ছাড়াই মৌলভীবাজার পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের ১৪২ কোটি ২৭ লক্ষ ৪০ হাজার ২৭৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে মৌলভীবাজার শহরের সৌন্দর্যবর্ধনের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর উল্লেখযোগ্য হল বেরি লেইক, কুদালিছড়া, কয়েকটি পুকুর ও দিঘির সুন্দর্যবর্ধন, নারী ও পুরষদের বিনোদনের জন্য পৃথক বসা ও পায়ে হাটার জন্য ফুটপাত, ফুলবাগান ও ড্রেন সংস্কার ও নির্মাণসহ নানা দৃশ্যমান উন্নয়ন কাজ।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা শেষে তার বক্তব্য প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ও প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীসহ পৌরসভার সাবেক মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কুদালি ছড়া প্রসঙ্গে বক্তব্য কালে মেয়র আবেগাপ্লুত হয়ে বলেন, কুদালি ছড়া খনন সংস্কার ও রক্ষা করতে গিয়ে সবাইকে নিয়ে কাজ করেছি।