- শ্রীমঙ্গল প্রতিনিধি ::
- মৌলভীবাজার শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্কভাতা প্রদান কার্যক্রমের অগ্রগতি, সমস্যা ও ভবিষ্যত করণীয় শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে।
রবিবার (৩০ জুন) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব।
সেমিনারে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,পৌর আওয়ামীলীগের সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোয়াজ্জেম, হোসেন ছমরু, ডেপুটি কমান্ডার আব্দুল কাদির সানু ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
সেমিনার বক্তারা সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্কভাতা তালিকা সরকারের নির্দেশনা মেনে নিরপেক্ষভাবে তালিকা তৈরি করার উপর গুরুত্বারোপ করেন।
বয়স্কভাতা প্রদান শীর্ষক সেমিনার
শেয়ার করুন