সৈয়দ নাজমূল আলম::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আমজাদ আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ বিল থেকে উদ্ধার করে গ্রামবাসী।
২৮ জুন শুক্রবার ভোরে আমজাদ আলী গরুর খাবারের জন্য ঘাস কাটতে বের হয়ে আর বাড়ি ফিরেননি আমজাদ আলী। এলাকায় তার নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়লে আশপাশের সব জায়গাসহ সকল আত্মীয় স্বজনের বাড়িতেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
আজ ১ জুলাই সোমবার হটাৎ দুপুর বেলা মোস্তফাপুর আলীম মাদ্রাসার নিকটের একটি বিলে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে এলাকার লোকজন পানি থেকে ভাসমান লাশটি তুলে আনে।
মোস্তফাপুর আলীম মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর নূর সাহেবের সাথে কথা বলে জানা যায় আমজাদ আলী অত্র প্রতিষ্ঠানের নৈশপ্রহরী ছিলেন। মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং এলাকাবাসীরও দাবি এটি কোনও হত্যাকাণ্ড নয়। এই রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোনও অপমৃত্যুর মামলা কিংবা আইনি প্রক্রিয়ার খবর পাওয়া যায়নি।