“রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড”এর পানি ও রাসায়নিক বর্জ্য নিষ্কাষনের ভিত্তিহীন অভিযোগ প্রসঙ্গে যা বললেন কৃর্তপক্ষ

বিশেষ প্রতিবেদক:
“রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড”এর পানি ও রাসায়নিক বর্জ্য নিষ্কাষনের ভিত্তিহীন অভিযোগ প্রসঙ্গে যা বললেন কর্তৃপক্ষ  তার দেওয়া পুরো তথ্য তুলে ধরা হলো-


প্রেস রিলিজ

 

জনাব,
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিষ্ঠান “রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড” রাজপাড়া, ভূনবীর, শ্রীমঙ্গল এ অবস্থিত। যা বর্তমানে নির্মানাধীন ও মাটি ভরাটের কাজ চলছে। আমরা সব সময়ই রাষ্ট্রের আইন-কানুন, নিয়ম নীতির প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল; ব্যাক্তি উদ্যোগে কলকারখানা স্থাপনকে বর্তমান সরকার যেমন উৎসাহিত করেন আমরা উদ্যোক্তারাও সরকারি এই পৃষ্ঠপোষকতাকে স্বাগত জানাই। উন্নয়ন হলে দেশ যেভাবে উপকৃত হয়, তার সাথে সাথে সংশ্লিষ্ট এলাকাবাসীও সুবিধাপ্রাপ্ত হন, উন্নয়নের প্রথম সুবিধাভোগী হবেন প্রতিবেশীরা। আমরা সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। একটি অঞ্চলে বিনিয়োগ করতে গেলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাদের ও বিশিষ্ট ব্যক্তিদের অবহিত রাখা, মতামত গ্রহন করা গুরুত্বপূর্ন;আমাদের সাথে এই যোগাযোগগুলি যথাযথ অব্যহত আছে। এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও কর্মকর্তাবৃন্দ শ্রীমঙ্গল অঞ্চলে বিগত একদশক ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা-বানিজ্য পরিচালনা করে আসছে। তাই, আপনাদেরকে নিশ্চিত করছি যে, আমাদের কর্তৃপক্ষ কোনভাবেই অসততা ও অন্যায় করবেনা। সৎ ব্যবসা-বানিজ্যের মাধ্যমে কর্মসংস্থান তৈরী, জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে অবদান রাখাই আমাদের প্রধান লক্ষ্য।
এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ বিপর্যয়ের কোনই সম্ভাবনা নেই। ইতিমধ্যেই আমরা পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র পেয়েছি এবং তাদের নিয়ম অনুসারে ই.টি.পি. স্থাপন করা বাধ্যতামূলক যা আমরা অবশ্যই করবো। আমাদের প্রতিষ্ঠানের বৃষ্টির পানি ও জলাবদ্ধতা দূর করার সহ এলাকাবাসীর সুবিধার্থে ড্রেন নির্মানের জন্য নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মৌলভীবাজার বরাবর আবেদন করা হলে যথাযথ নক্সা অনুমোদন ও রাস্তা কর্তনের অনুমতিপত্র পেয়েছি। এই ড্রেন দিয়ে প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য নির্গত হবে এলাকাবাসীর এমন ধারনা ও অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন, এবিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। এছাড়াও সরকারের যথাযথ কর্তৃপক্ষের অন্যান্য অনুমোদনও আমাদের রয়েছে।
নিবেদক-
মো: মেজবাউল আলম
ডিরেক্টর অপারেশন
রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
রাজপাড়া, ভূনবীর, শ্রীমঙ্গল
শেয়ার করুন