আব্দুল্লাহ্ আল মাহমুদ, টরন্টোঃ
কানাডা বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ২য় শের-ই-বাংলা কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯ এর সমাপনী খেলা ৩০ জুন রবিবার স্কারবরোর করভেট জুনিয়র স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
২৩ জুন রবিবার মোট ১২টি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত উদ্ভোধনী খেলার মাধ্যমে শুরু হওয়া টুর্ণামেন্টের মনোমুগ্ধকর ৮ ওভারের এই সমাপনী খেলায় ওকরিজ ক্রিকেট ক্লাব এর করা ৬৬ রানের বিরোদ্ধে খেলতে নেমে চ্যাম্পিয়ন হতে ইউনাইটেড রিজেন্ট স্পোর্টস ক্লাবকে ৪৮তম বলটিও খেলতে হয়। খেলার শেষ বলে ৩ রান করে ৩ উইকেট এ বিজয় ছিনিয়ে নেয় ইউনাইটেড রিজেন্ট স্পোর্টস ক্লাব। ক্লাবটি গ্রুপের ২য় সেমি ফাইনাল এবং ফাইনাল খেলায় মোট ৩টিতে ম্যান অব দা ম্যাচ হয়, যার মধ্যে ২টিতে শাহনুর এবং ১টিতে মাহীন।
টরন্টোর বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি কানাডা ইন্ক এর সাবেক সভাপতি আখলাক হোসেন, সাপ্তাহিক ভোরের আলোর সম্পাদক আহাদ খন্দকার, আসাদ উদ্দিন চৌধুরী, ওসমানী স্মৃতি পরিষদ কানাডার সভাপতি আরিফ আহমদ ও সাধারন সম্পাদক জাকারিয়া রশীদ চৌধুরী, রিয়েলটর সামী চৌধুরী প্রমূখ।
তাছাড়াও বাংলামেইল সম্পাদক এবং এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু, জালালাবাদ এসোসিয়েশন অব কানাডার সাধারন সম্পাদক মাহবুব চৌধুরী রণি, ইন্সুরেন্স ব্রোকার তাজ উদ্দিন (তাজ), রিপন বখ্ত, সায়েম চৌধুরী, লিয়াকত আহমদ, অপু দাস সহ আরও অনেকেই মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন।
সমাপনী খেলার মাঠে মইনুল ইসলাম ও আলিম আল রাজি জুয়েল এর বিশেষ সহযোগিতায় বারবিকিউ’র ব্যবস্থাও রাখা হয়।
সিবিসিও এর পক্ষ থেকে মিলাদ চৌধুরী, গোলাম ইমরান সুমন ও স্বপন গাজী সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন।