আসন্ন ১ জুলাই হতে শুরু হওয়া নতুন রোটারি বর্ষকে সামনে রেখে গত ৩০ জুন রবিবার বিকেল ৭.০০ ঘটিকার সময় স্থানীয় রেডহট তান্দুরী রেস্টুরেন্ট-এ রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আগামী ৭ জুলাই নতুন রোটারি বর্ষের সকল বোর্ড অফডিরেক্টরদের অভিষেক অনুষ্ঠান, বিদায়ী বছরে ক্লাবের সম্পাদনকৃত প্রকল্প সমূহ, ক্লাবের বিভিন্ন কার্যাবলী সহ আগামী বছরে ক্লাবের কর্মপরিকল্পনা সমূহ, স্থানীয় ও আন্তর্জাতিক পরিসরে ক্লাবের বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্লাবের নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান মুজিবর রহমান রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থের ২০১৯-২০ রোটারি বছরের নানান প্রজেক্ট নিয়ে বিশদ আলোচনা করতঃ সংবাদ সম্মেলনের মূল বক্তব্য পেশ করেন।
উক্ত সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন রোটারি ক্লাবের পক্ষথেকে “প্রেস এন্ড মিডিয়া ” কমিটির চেয়ারম্যান পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সুহেল আহমেদ।
সম্মানিত সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বাংলা কাগজ পত্রিকার সম্পাদক এম.আর. জাহাঙ্গীর, এন.আর.বি. টিভির সিইও এবং বাংলামেইল পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু, নতুনদেশ ডট সিএ এর সম্পাদক সিনিয়র সাংবাদিক সওগাত আলী সাগর, সি.বি.এন২৪ডট কম এর সম্পাদক চৌকুস সাংবাদিক মাহবুবুল হক ওসমানী প্রমুখ। উপস্থিত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান রোটারি ও রোটারেক্ট ক্লাবের সদস্যবৃন্দ।
২০১৮-১৯ রোটারি বছরের সম্পাদনকৃত বিভিন্ন কার্যকলাপ ও স্থানীয় ও আন্তর্জাতিক প্রজেক্ট সহ ক্লাবের অন্যান্য কর্মসূচির বর্ণনা করে বক্তব্য রাখেন বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান খোরশেদ খান ও বিদায়ী ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আ. ন. ম. ইউসুফ।
তাছাড়া রোটারি মুভমেন্টের ইয়ুথ উইংস রোটারেক্ট ক্লাব অফ টরন্টো ডেনফোর্থের ভাবি প্রেসিডেন্ট রোটারেক্টর ফাবিহা চৌধুরী তাঁর ক্লাবের আগামী বছরের অ্যাকশন প্ল্যান সাংবাদিকদের উদ্দেশ্যে উপস্থাপন করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রধান করেন ভাবি ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মুজিবর রহমান, চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান ফরিদ সিদ্দিকী, পেস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মুয়ীন চৌধুরী, বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান খুরশেদ খান, প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান সাকলাইন জায়গীরদার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁরা জানান, রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থ কমিউনিটি সার্ভিসের পাশাপাশি ইন্টারন্যাশনাল সার্ভিসের আওতায় বাংলাদেশে কিছু উল্লেখ করার মতো প্রজেক্ট বাস্তবায়ন করতে চান, ইতোমধ্যে বিভিন্ন সময়ে কিছু কিছু প্রজেক্ট বাস্তবায় করা হয়ে গেছে, ভবিষ্যতে ম্যাচিং গ্রান্টের মাধ্যমে বাংলাদেশে কিছু প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার পরিকিল্পনা রয়েছে।
আগামী ৭ জুলাই ডেনফোর্থস্থ ৯ ডস রোডে ক্লাবের ২০১৯-২০ সালের বোর্ড অফ ডিরেক্টরসদের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাংবাদিক সহ সবাইকে নিমন্ত্রণ জানান ইনস্টলেশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুক মিয়া।
উপস্থিত সাংবাদিক সহ সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ প্রস্তাব দেন ক্লাবের ইনকামিং সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান চৌধুরী। পরিশেষে সাংবাদিকদের সম্মানে সান্ধ্যভোজের মাধ্যমে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।