শ্রীমঙ্গল রোহিঙ্গা যুবক আটক

 

  • মৌলভীবাজার প্রতিনিধি.
    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোহিঙ্গা মো.রফিক মিয়া (২২) এক যুবককে আটক করে থানায় সৌপর্দ করেছে স্থানীয়রা।
    ৩ জুলাই বুধবার রাতে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক এতথ্য নিশ্চিত করেন। ওই বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ রোডস্থ একটি চা পাতার দোকানে সাহায্য নিতে আসলে ওই যুবককের প্রতি সন্দেহ হয় দোকানমালিকসহ কয়েক ব্যক্তির। পরে তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার নাম জিজ্ঞেস করলে মো. রফিক বলে জানায়।
    আটক যুবক মিয়ানমারের রাখাইন রাজ্যর মন্ডু জেলার ফকিরবাজার গ্রামের মো. নূরে আলম ছেলে।
    দোকান মালিক জাহিদ আহমেদ জানান, আমরা কয়েকজন দোকানে বসা ছিলাম হঠাৎ করে যুবকটি সাহায্যের জন্য আসে। তখন তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে সঠিকভাবে কথা বলতে পারেনি। তার কথা বার্তায় আমাদের মনে হয়েছে সে রোহিঙ্গা হতে পারে। রোহিঙ্গা সন্দেহ করে আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।’
    শ্রীমঙ্গল থানার ওসি মো.আব্দুস ছালেক জানান, যুবককে থানায় এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রোহিঙ্গা বলে । তার ভাষা আমরা কেউ বুঝি না, আমাদের ভাষাও সে বুঝতে পারে না। থানা থেকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করছি। সেখানে তাকে পাঠানো প্রক্রিয়া চলছে । বর্তমানে সে থানা হেফাজতে আছে।
শেয়ার করুন