-
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা–বাগান এলাকায় ডাকাতি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শমশেরনগর ৬ নম্বর শ্রমিক বস্তিতে এক সিএনজি অটোরিকশাচালকের বাসায় এ ঘটনা ঘটে।
-
সিএনজি অটোরিকশাচালক অন্তর রাজভরের ভাষ্য, গতকাল সবাই ঘুমিয়ে পড়লে রাত দেড়টার দিকে ১৬-১৭ জন মুখোশ পরা সশস্ত্র ডাকাত প্রথমে বাসার কলাপসিবল গেট ভেঙে ফেলে। পরে তারা ঘরের সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তিনি ঘুম থেকে উঠে পড়লে তাঁকে ও তাঁর বাবাকে এক দড়িতে বেঁধে ফেলা হয়। এরপর তাঁর মাসহ অন্য নারীদেরও বেঁধে ফেলে তারা। একপর্যায়ে এক শিশুর গলায় দা ধরে ঘরের আলমারি ভেঙে তছনছ করে ডাকাত দল।
-
সে সময় ৩০ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, ৫টি মুঠোফোন,একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, সিলিন্ডারসহ গ্যাসের চুলা ও একটি ডিভিডি লুটে নেয় ডাকাত দল। ঘরের আইপিএস সংযোগ খুলে নিলেও তা বাসার বাইরে ফেলে যায়। সব মিলিয়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি হয়েছে। অন্তর রাজভর বলেন, ডাকাত দলের দু-একজনের হাতে পিস্তল ও বাকিদের সবার হাতে রামদা ছিল।
-
শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, যেভাবে ডাকাতি হয়েছে, এতে বাধা দিলে বাসার লোকজন হতাহত হতে পারতেন। ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
-
ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
কমলগঞ্জে শিশুর গলায় দা ধরে ডাকাতি
শেয়ার করুন