- মৌলভীবাজার প্রতিনিধি.
- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আয়েশাবাগ চা বাগানের চা শ্রমিকরা পতিত জমি চাষসহ ৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।
- শুক্রবার (০৫ জুলাই) সকাল ৮টা থেকে বড়লেখা উপজেলার আয়েশাবাগ চা বাগানের প্রায় শতাধিক চা শ্রমিক এ কর্মবিরতি পালন করে।
- আয়েশাবাগ চা-বাগান শ্রমিকরা জানান, অন্যান্য বাগানের মতো চা বাগানের পতিত জমি চাষ, গরু ছাগল পালন, গাছ লাগানোর অধিকার, বকেয়া বোনাসের দাবি, চা বাগানে বিদ্যালয় নির্মাণ, স্বাস্থ্যসম্মত সেনিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থার দাবি ২০১৪ সাল থেকে জানিয়ে আসছিলেন তারা। কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার তাদের আশ্বাস দিলেও এর বাস্তবায়ন হচ্ছে না।
- চা বাগানের শ্রমিক লাইনের নারী শ্রমিক মনি বাউরী ও ঝরনা বাউরী,সোমা তাঁতী বলেন, আমরা অনেকদিন ধরে ব্যবস্থাপকের কাছে আমাদের এ দাবিগুলো জানিয়ে আসছি। আমরা ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করেছি। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও গুরুত্ব না দেওয়ায় আজ আমরা শ সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করছি।
- এদিকে, শুক্রবার সকাল ৭টার দিকে বাগান কর্তৃপক্ষের সঙ্গে বাগান পঞ্চায়েতের বৈঠক হলেও এব্যাপারে কোনও সমাধান হয়নি। কোনো উপায় না পেয়ে চা শ্রমিকরা আন্দোলনে নেমে পড়ে। তবে দাবি আদায় না হওয়া পযন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তারা জানান।
- এবিষয়ে আয়েশাবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অজিত বুনারজি বলেন, আমরা ৭ দফা দাবি পেশ করেছি। সেগুলো হলো অন্যান্য বাগানের ন্যায় গরু ছাগল পালনের অধিকার, গাছ লাগানোর অধিকার, চা বাগানের পতিত জমি চাষের অধিকার, বকেয়া বোনাসের দাবি, চা বাগানে বিদ্যালয় নির্মান, স্বাস্থ্যসম্মত স্যানেটিশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।’
- এব্যাপারে আয়েশাবাগ চা বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন,তাদের দাবি নিয়ে মালিক-পক্ষের সাথে আলোচনা চলছে।
বড়লেখায় ৭ দফা দাবিতে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
শেয়ার করুন