-
-
মৌলভীবাজার প্রতিনিধি.
-
সিলেট আখাউড়া রেল পথের মৌলভীবাজারের হাজীপুর ইউনিয়নের পলকি ও মনু ব্রীজের মধ্যেবর্তী মাতাবপুর এলাকায় গরুর সাথে ধাক্কা লেগে থেমে যায় ট্রেন। এতে ইঞ্জিনে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। পরে মেরামতের জন্য আধাঘন্টা আটকে থাকে ট্রেন। এসময় চরম দূর্ভোগে পড়েন ওই ট্রেনের যাত্রীসহ আটকা পড়া অন্যান্য ট্রেনের যাত্রীরাও। মেরামতের পর ট্রেনটি গন্তব্যে ছুটলে চরম অস্থিতে থাকা অপেক্ষমান ভর্য়াত যাত্রীরা স্বস্থিতে ফিরে পায়।
-
-
স্থানীয় বাসিন্দা ছয়ফুল আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের পলকি ও মনু ব্রিজের মধ্যখানে মাহতাবপুর এলাকায় পৌঁছামাত্র একটি গাই গরুকে ধাক্কা দেয়। এসময় গরুটি ঘটনাস্তলেই মারা গেলেও ট্রেনটির ইঞ্জিনের সামনের একটি হুইস পাইপ ভেঙে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঘটনাস্থলে থেমে যায় ট্রেন। এসময় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে দেখা আতঙ্ক। মাহতাবপুরসহ আশপাশ গ্রামের লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন। ওখানে ট্রেন থামা দেখে তাদের বড় ধরনের দূর্ঘটনার ভয় হয়েছিল। কারন ওই দুটি ব্রিজের রেল লাইনই রয়েছে চরম ঝুঁকিতে। পরে আটকা পড়া ট্রেনটির ইঞ্জিন মেরামত শেষে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
-
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুলাউড়া উপজেলার মাহতাবপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে ক্ষতিগ্রস্থ পাইপ মেরামতের পর ট্রেনটি আবার সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
-
জানা যায়, গাই গরুটি মাহতাবপুর গ্রামের জৈনক্য ব্যক্তির। রাস্তার পাশের জমিতে চরানো গরুটি ট্রেনের হরণে ভয় পেয়ে দৌঁড় দিলে এই দূর্ঘটনাটি ঘটে। জয়ন্তিকা ট্রেনের যাত্রী সিলেটের সাব্বির আহমদ, তায়েফ আহমেদ আদনান ও সুলেমান চৌধুরী জানান, হাজিপুর ইউনিয়নের পলকি ব্রিজের উত্তর পাশে গরুকে ধাক্কা দিলে ট্রেনটির ইঞ্জিনের একটি পাইপ ভেঙে যায়। এসময় ট্রেনে ঝাঁকুনি দেয়। যাত্রীদের আতংক দেখা দেয়। মেরামত শেষে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।
-
স্থানীয় বাসিন্দা ও ট্রেনের যাত্রী বলেন, যেমন ট্রেন তেমন তার ইঞ্জিন ও লাইন। আমরা এই দূর্দশা থেকে মুক্তি চাই। নিরাপদে রেল ভ্রমণ করতে চাই।’
-
কুলাউড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মুহিব উদ্দিন জানান, কুলাউড়ায় জয়ন্তিকা ট্রেনটি আসার সময় ছিলো সাড়ে ৬টায়। কিন্তু ট্রেনটি কুলাউড়ায় এসে পৌছাঁয় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে।’
-
কুলাউড়ায় গরুর সাথে ধাক্কা লেগে থেমে গেল – সিলেটগামী আন্ত:নগর জয়ন্তিকা ট্রেন!
শেয়ার করুন