-
- সাইফুল ইসলাম.
মৌলভীবাজার শ্রীমঙ্গলে পৌর শহরের কলেজ রোডস্থ রেবতি চা স্টলের সামনে পৌরসভার মেয়র মহসীন মিয়ার ভাতিজা নটরডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ইমানী হোসেন অন্তরকে ছুরি দিয়ে স্টেপিং করার ঘটনায় আসিকুর রহমান সাগর ওরফে স্টেপিং সাগর (১৮) ও তার সহযোগী দ্বীপ সাগর দেব (১৮) কে আটক করছে থানা পুলিশ।
(৮জুলাই) সোমবার দিনব্যাপী মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান এর নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সুরমা নোয়াহাটি বাজারের পাশে তার আতœীয় বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
এঘটনায় গত ২৭ জুন অন্তরের বড় ভাই মোশারফ হোসেন রাজ বাদী হয়ে আসিকুর রহমান সাগর ওরফে স্টেপিং সাগর (১৮ কে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। শ্রীমঙ্গল থানার মামলা নং-৩০। এরপর সাগর ও তার সহযোগীরা শহর ছেড়ে পালিয়ে যায়।
আটক আসিকুর রহমান সাগরের বাসা পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকার মৃত নাছিম উদ্দিন এর ছেলে। তার সহযোগী দ্বীপ সাগর দেব পৌর শহরের ক্যাথলিক মিশন রোডস্থ বিষ্ণু দেব এর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক সোমবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে হবিগঞ্জ জেলার মাধবপুর তেলিয়াপাড়ার সুরমা নোয়াহাটি বাজারের পাশে সাগরের এক আত্মীয় এর বাড়ী হইতে তাকে আটক করা হয়। পরবর্তীতে সাগরের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের গুহ রোডস্থ বনশ্রী নার্সারীর ভেতরে একটি ছোট টিনসেড ঘরের পার্শ্বে ঝোপের নীচ থেকে দেশীয় অস্ত্র ও ছোরা উদ্ধার করা হয়।
প্রসঙ্গত. অল্পবয়সী এ কিশোরটি শ্রীমঙ্গলবাসীর কাছে এক আতঙ্কের নাম হয়ে উঠেছিল। কারো সাথে বিরোধ বাঁধলেই স্টেপ করে রক্ত ঝরাচ্ছিল। বেপরোয়া এই কিশোর নিজের কর্মকান্ডে কারণে ‘স্টেপ সাগর’ নামেও পরিচিত লাভ করেছিল শ্রীমঙ্গলবাসীর কাছে। এ বিষয়ে ভয়ে কেউ মুখ খুলেনি। যার কারণে দিনে দিনে সে আরো বেপরোয়া হয়ে উঠেছিল।
পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে ১১ নভেম্বর একই স্থানে রেবতী স্টলের সামনে সন্ধ্যা ৬টার দিকে কলেজ রোডের বাসিন্দা সৈয়দ মুর্শেদ সালেহীন নাবিল রিক্সা যোগে বাসায় ফেরার পথে সাগর তার গতিরোধ করে রামদা দিয়ে কুপিয়ে বাম পা ও হাতের কবজি কেটে রক্তাক্ত জখম করে। সে পঙ্গুত্ব জীবনযাপন করছে। ওই মামলটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এ ঘটনার কিছুদিন পর পৌর কমিশনার আলকাছ মিয়ার ছেলে বদরুজ্জমান নাইমকে পৌর শহরের কোর্ট সড়কে আটকিয়ে সাগর একই কায়দায় মারধর করে। এক পর্যায়ে তার হাতে থাকা দা দিয়ে কুপ দিলে কোনোমতে পালিয়ে বেঁছে সে প্রাণে রক্ষা পায়।
সর্বশেষ সে গত ২৭জুন শহরের কলেজ সড়কের রেবতি চা স্টল ও তৃষাণ হেয়ার ফ্যাশন সেলুনের সামনে শ্রীমঙ্গল পৌরসভার বর্তমান মেয়র মো. মহসীন মিয়া মধুর ভাতিজা এবং আতিকুর রহমান জরিপের ছেলে ইমানী হোসেন অন্তরকে কুপিয়ে তার গলা ও বাম হাতের সবকটি রগ কেটে মারাত্মকভাবে জখম করে। বর্তমানে অন্তর ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে।
শ্রীমঙ্গল পৌর মেয়রের ভাতিজাকে স্টেপিং করার ঘটনায় সেই সাগর ও তার সহযোগি আটক
শেয়ার করুন