ময়মনসিংহ মহানগরীতে সাবেক পৌর কাউন্সিলের মিস্টি কারখানায় হামলা, ভাংচুর ও লুটপাট

  • ময়মনসিংহ প্রতিনিধি
    জমি সংক্রান্ত দ্বন্ধের জেরে ময়মনসিংহ মহানগরীর সেহড়া এলাকায় সাবেক পৌর কাউন্সিলর শরাফ উদ্দিনের মিষ্টি কারখানায় হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুটপাট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। শনিবার বিকেলে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় হামলার সাথে জড়িত মনির হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। হামলা ও লুটপাটের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, স্থানীয় স্বপন মিয়া ও তার ভাগ্নে মনির হোসেনের সাথে পারিাবরিক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্ধ চলে আসছিল। কাউন্সিলর শরাফ উদ্দিন স্বপন মিয়ার কাছ থেকে বায়না রেজিস্ট্রিমূলে জমি কিনে নিয়ে সেখানে মিস্টি করাখানা গড়ে তোলেন। এই জমি নিয়ে আদালতে মামলাও চলছে। তিনি আরও জানান, জমি দখল নিতে শনিবার বিকেলে মনির হোসেন এলাকার সন্ত্রাসীদের নিয়ে গিয়ে মিস্টি কারখানায় হামলা চালায়। দুই পক্ষের কাগজপত্র দেখে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
    কাউন্সিলর শরাফ উদ্দিন জানান, বিকেল ৫টার পর মনির হোসেন ৫০/৬০ জন লোক নিয়ে এসে প্রথমে বেশ কয়েক রাউন্ড গুলি করে আতংক তৈরি করে মিস্টি কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে। ভাংচুর তান্ডবের এক পর্যায়ে সন্ত্রাসীরা ক্যাশে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোনসহ মালামাল লুট করে নিয়ে গেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
    হামলাকারী অভিযুক্ত মনির হোসেন জানান, মায়ের পারিবারিক জমি চক্রান্ত করে জাল দলিল তৈরি করে তার মামা স্বপন মিয়া বিক্রি করে দিয়েছে। মায়ের জমি উদ্ধারেই স্থানীয় লোকজন নিয়ে এসে মিস্টি দোকানে হামলা করার কথা জানান তিনি।
    স্থানীয় সিটি কাউন্সিলর আব্দুল মান্নান জানান, জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দুইপক্ষের মাঝে দ্বন্ধ চলে আসছিল। আদালতে জমি নিয়ে মামলা থাকা অবস্থায় এভাবে মিস্টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটানো ঠিক হয়নি। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনিও বিচার দাবি করেছেন।
শেয়ার করুন