কানাডাতে মোঃ কামাল হোসেনকে সংবর্ধনা প্রদান

জালালাবাদবার্তা.কম, টরন্টোঃ

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো কানাডার সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব এর সঞ্চালনায় ৮ জুলাই (সোমবার) টরন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।

সন্ধ্যা ৮টার সময় টরন্টোর বাংলা পাড়ার রেড-হট সিজলিং তান্দুরী রেস্টুরেন্টের সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান, জেলা চেম্বার্স অব কমার্সের সভাপতি এবং মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের যুগ্ম-সাধারন সম্পাদক মোর্শেদ আহমদ মুক্তা, সাবেক সাধারন সম্পাদক বাবু শংকর দে, মুক্তিযোদ্ধা তুতিউর রহমান, বাংলাদেশ এসোসিয়েশন হ্যামিল্টনের সাবেক সভাপতি তোফাজ্জল আলী, এসোসিয়েশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গাফ্ফার, উপদেষ্ঠা শক্তি দেব এবং উপদেষ্ঠা সাবেক কমিশনার আব্দুর রব।

মোঃ কামাল হোসেন তাঁর বক্তব্যে বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিদের বিশেষ করে এই প্রজন্মের যুব সমাজকে দেশের অর্থনীতি ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে সভাপতির বক্তব্য এবং নৈশ ভোজের মাধ্যমে।

 

শেয়ার করুন