সাবেক পৌরসভা চেয়ারম্যান আ ফ ম কামাল আর নেই

সিলেট প্রতিনিধিঃ

প্রবীণ রাজনীতিবিদ, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল আর নেই।

শনিবার (১৩ জুলাই) স্থানীয় সময় রাত ১০টার দিকে নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন। আ ফ ম কামাল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভূগছিলেন।

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ জনাব কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ নগরীর গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা ২বারের সিলেট পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান।

শেয়ার করুন