মৌলভীবাজার তিনটি প্রতিষ্টানকে ভোক্তার জরিমানা আদায়

  • মৌলভীবাজার প্রতিনিধি.
    মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
    রবিবার (১৪ জুলাই) দিনব্যাপী সদর উপজেলার শেরপুরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়।
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে মৌলভীবাজার রোডে অবস্থিত কলি হোটেলকে ৩ হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত একটি মুরগির দোকানকে ৫০০ টাকা, আফরোজগঞ্জ বাজারে অবস্থিত জয়গুরু ভ্যারাইটিজ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
শেয়ার করুন