মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মন্ডলের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শ্রীমঙ্গল উপজেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়।
শ্রীমঙ্গল উপেজলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সোমবার রাতে শহরে মাইকিং করে এ ধর্মঘটের ডাক দেয়।
শ্রীমঙ্গল উপজেলা ট্রাক, ট্যাংক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাজান মিয়া বলেন, সড়কে গাড়ি আটকে তল্লাশির নামে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।’
তবে শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে কোন দূলপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুস ছালেক জানান,‘শহরের সব জায়গায় পুলিশ মোতায়েন আছে। অহেতুক যে কোন কারণে পরিবহন ধর্মের ডাক দেয় শ্রমিকরা। সেটা কোনভাবে কাম্য নয়। এতে পর্যটন শহরকে অসুন্দর করা হচ্ছে।’