শ্রীমঙ্গলে বনাঞ্চলে খাদ্য সংকটে লোকালয়ে অজগর

  • সৈয়দ ছায়েদ আহমদ.
    মৌলভীবাজারের বনাঞ্চলে তীব্র খাদ্য সংকটে আবারও শ্রীমঙ্গলে লোকালয়ে আসা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী।
    মঙ্গলবার সকালে দিকে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ গ্রামের মসজিদের বাঁশঝাড়ে দেখতে পায় স্থানীয়রা। পরে শ্রীমঙ্গল বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়া হলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
    বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বনাঞ্চলে বন্য প্রাণীদের খাবার চরম সংকট দেখা দিয়েছে। যে কারনে খাদ্যের সন্ধানে বণ্য প্রাণীদের লোকালয়ে চলে আসার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সজল জানান, উদ্ধারকৃত অজগরটি ১০ ফুট লম্বা ও ওজন প্রায় ১৫-১৬ কেজি। অজগরটি তাদের সেবা আশ্রমে নিয়ে নিবির পর্যবেক্ষনে রাখা হবে। পরে সুবিধাজনক সময়ে লাউয়া ছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে তিনি জানান।
শেয়ার করুন