স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজার কুলাউড়া সমিতির নাংগঠনিক সম্পাদক অপু আর নেই। না ফেরার দেশে চলে গেছেন জটিল রোগে আক্রান্ত নাজমুল হোসেন অপুর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাও গ্রামের মোঃ চেরাগ আলীর ছেলে মোঃ নাজমুল হোসেন অপু হেপাটাইটিস ভাইরাস রোগে আক্রান্ত ভুগছিল।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬.৪৫ মিনিটের সময় তার নিজ বাড়ীতে মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) বুধবার জানাজার নামাজ সকাল ১১.৩০ মিনিটের সময় কানিহাটি হাই স্কুল মাঠে অনুষ্টিত হবে।
নাজমুল হোসেন অপুর দুই ছেলে (৪২) দিনের সাফওয়ান ও( ৬) বছরের আরিয়ান সহ স্ত্রী এবং ২ বোন ও ৩ ভাই মা বাবা রয়েছেন।
নাজমুল হোসেন অপু জেএসি গাড়ী এরিয়া ম্যানেজার, কুলাউড়া মৌলভীবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী তৃনমুল দলের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং সাবেক ডেসটিনির প্রতিনিধি ছিলেন।
তার মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল জালালাবাদবার্তা.কম পরিবার শোকাহত।
জা/,স২০১৯/১৭