-
মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান এলাকায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (২০ জুলাই) রাত ১১ টার দিকে উপজেলার দেওড়াছড়া চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক সুসেন দাস জানান,দেওড়াছড়া চা বাগান এলাকায় ছেলেধরা সন্দেহ জনক ভাবে ঘুরাফেরা করতে থাকেন অজ্ঞাতনামা ওই ব্যক্তি। স্থানীয় চা শ্রমিকরা তার পরিচয় জিজ্ঞেস করার পর সঠিক তথ্য দিতে না পারায় ছেলেধরা সন্দেহে চা বাগান শ্রমিকরা তাকে গণপিটুনি দেয়।এতে তার মৃত্যু হয়।
দেওড়াছড়া চা বাগানের মেডিকেল সুপারভাইজার গোপাল দেব জানান,হাল্লা চিৎকার শুনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় ব্যক্তি পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে আছি।’
-
এদিকে,১৯ জুলাই বিকেলে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী শামসুল হুদা নাদিম ভুরভুরিয়া চা বাগান এলাকায় খেলার মাঠ থেকে নিখোঁজ হয়। নাদিম নিখোঁজের ঘটনায় শ্রীমঙ্গল শহর শহরতলীতে অভিভাবকদের মধ্য ‘শিশুদের কল্লাকাটা’ আতংক ছড়িয়ে পড়ে। শনিবার বিকেলে কুমিল্লার রেলস্টেশন থেকে নাদিম উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
-
আজ শনিবার রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান,কিছুক্ষণ থেকে কুমিল্লা থেকে নাদিমকে উদ্ধার করে নিয়ে আসি। সে সুস্থ আছে। তাকে দুই অজ্ঞাত ব্যক্তি তাকে ধরে নিয়ে গেছে। তবে সে আর কোন কিছু বলতে পারছে না।’
মৌলভীবাজার ছেলেধরা সন্দেহে একব্যক্তি গণপিটুনিতে নিহত
শেয়ার করুন