ইন্ডিয়ান বিড়িসহ দুইজনকে গ্রফতার

প্রেস-বিজ্ঞপ্তি…
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষণ রায় স্যারের দিকনির্দেশনায় এ,এস,আই(নিঃ)মুকুন্দ দেববর্মা পরিচালনা ও সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালীন সময় অদ্য তাং-২২/০৭/২০১৯খ্রিঃসময় অনুমান ১৩.৩৫ ঘটিকায় ধৃত আসামী ১। জামাল আহম্মেদ (৩৫)পিতা -মৃত লোকমান সাং-ছয়কুট, থানা -কমলগন্জ, জেলা-মৌলভীবাজার এর হাতে রক্ষিত চটের ব্যাগের ভিতরে ০৪ প্যাকেটে মোট ২০০০(দুই হাজার) এসকে নাসির উদ্দিন ইন্ডিয়ান বিড়ি, ২। তোফায়েল আহম্মেদ (৩৮) পিতা-মৃত-নূর উদ্দিন সাং- বড়চেক, থানা-কমলগন্জ জেলা -মৌলভীবাজার -এর হাতে রক্ষিত চটের ব্যাগের ভিতরে ০২ প্যাকেটে মোট ১০০০(এক হাজার) এস কে নাসির উদ্দিন ইন্ডিয়ান বিড়িসহ দুইজনকে গ্রফতার করিয়া আদালতে সোপর্দ করিলাম।

জেলা  গোয়েন্দা শাখার ফেসবুক থেকে নেয়া তথ্য

শেয়ার করুন