প্রেস-বিজ্ঞপ্তি…
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষণ রায় স্যারের দিকনির্দেশনায় এ,এস,আই(নিঃ)মুকুন্দ দেববর্মা পরিচালনা ও সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালীন সময় অদ্য তাং-২২/০৭/২০১৯খ্রিঃসময় অনুমান ১৩.৩৫ ঘটিকায় ধৃত আসামী ১। জামাল আহম্মেদ (৩৫)পিতা -মৃত লোকমান সাং-ছয়কুট, থানা -কমলগন্জ, জেলা-মৌলভীবাজার এর হাতে রক্ষিত চটের ব্যাগের ভিতরে ০৪ প্যাকেটে মোট ২০০০(দুই হাজার) এসকে নাসির উদ্দিন ইন্ডিয়ান বিড়ি, ২। তোফায়েল আহম্মেদ (৩৮) পিতা-মৃত-নূর উদ্দিন সাং- বড়চেক, থানা-কমলগন্জ জেলা -মৌলভীবাজার -এর হাতে রক্ষিত চটের ব্যাগের ভিতরে ০২ প্যাকেটে মোট ১০০০(এক হাজার) এস কে নাসির উদ্দিন ইন্ডিয়ান বিড়িসহ দুইজনকে গ্রফতার করিয়া আদালতে সোপর্দ করিলাম।
জেলা গোয়েন্দা শাখার ফেসবুক থেকে নেয়া তথ্য