- স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে: মুমূর্ষ কুদালিছড়ার প্রাণ ফেরার পর এখন প্রচেষ্ঠা চলছে সৌন্দর্য বর্ধনের। প্রথম দিকে পৌরসভার উদ্যোগে আর সবার সম্মিলিত প্রচেষ্ঠায় কুদালিছড়ার সংস্কার হলেও এখন ছড়াটির পানি প্রবাহ আর সৌন্দর্যবর্ধনের কাজ তরান্বিত করতে সর্বাতœক প্রচেষ্ঠা চালাচ্ছে মৌলভীবাজার পৌরসভা। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সরকারী বেসরকারী নানা স্থানে এনিয়ে ধর্না দিচ্ছেন পৌর মেয়র। তার এই ঐকান্তিক প্রচেষ্ঠা অনেকটাই সফলের পথে। খুবশিগগিরই নগরবাসীর সামনেই দৃশ্যমান হতে যাচ্ছে কুদালিছড়ার সৌন্দর্যবর্ধনের কাজ। কোদালিছড়া মৌলভীবাজার শহরের লাইফ-লাই। সাধারণ নাগরিক, জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,জেলা প্রশাসন, জেলা পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান,সাংবাদিক,ব্যবসায়ী,আইনজীবী, বিভিন্ন ক্রীড়া,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকলের সম্পৃক্ততায় শহরের পানি নিষ্কাশনের একমাত্র এই ছড়াটি প্রাথমিক পর্যায়ে সংস্কার করে মৌলভীবাজার পৌরসভা। এরপর থেকে পৌরসভা নিয়মিত কোদালিছড়া শহরাংশে পরিচ্ছন্ন ও সংস্কার কাজ করে যাচ্ছে। এখন প্রয়োজন কোদালিছড়ার দু’পাড় জুড়ে গাইড-ওয়াল নির্মাণ, আর ওয়াকওয়ে এবং সৌন্দর্যবর্ধনের জন্য ফুল গাছ লাগানো। স্বপ্নের শহর গড়তে নাগরিকদের এই দাবি দীর্ঘদিনের। এতে সাড়া দিয়ে সম্প্রতি পৌরসভা হলরুমে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহামনের সাথে বৈঠক করেন জাইকা প্রতিনিধি দল। এ সময় পৌরসভার ড্রেনেজ সিস্টেম এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। জাইকা প্রতিনিধি দল প্রেসক্লাব সংলগ্ন এলাকায় কোদালিছড়া পরিদর্শন করেন। পরে জাইকা প্রতিনিধি দল মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের সাথে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন। সাত সদস্যের জাইকা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ উপ-পরিচালক ইনউ হিরোমউ। গতকাল পৌর মেয়রের আমন্ত্রণে মৌলভীবাজার সফরে আসেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর এলজিইডির প্রধান প্রকৌশলী খলিলুর রহমান। তিনি বিকেলে প্রেসক্লাব, টিবি হাসপাতাল সড়ক, টিকরবাড়ি, কোদালিপুল এলাকাসহ কোদালিছড়ার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে মৌলভীবাজার এলজিইডি অফিসে বৈঠকে মিলিত হন। এ সময় তিনি সন্তোষ প্রকাশ করে জানান খুব শিগগিরই কোদালিছড়ার গাইড ওয়াল ও ওয়াকয়ের কাজ শুরু করবে এলজিইডি। এজন্য ডিজাইন শেষে টেন্ডারসহ সকল প্রক্রিয়া দ্রুত গ্রহন করা হবে। এর আগে পৌরসভায় মেয়র ফজলুর রহমানসহ পৌর কাউন্সিলর ও প্রকৌশলীদের সাথে বৈঠক করেন এলজিইডির প্রধান প্রকৌশলী খলিলুর রহমান। এবিষয়ে পৌর মেয়র মো: ফজলুর রহমান বলেন শহরে পানি নিষ্কাশনের একমাত্র এ খালটির উন্নয়নে পৌর পরিষদ ও নাগরিকদের নিয়ে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। নিয়মিত পরিচ্ছন্ন এবং সংস্কার করে যাচ্ছে। আরো প্রয়োজনীয় ও সৌন্দর্যবর্ধনের কাজ করতে আর্থিক বরাদ্ধ প্রয়োজন। আশা করছি সংশ্লিষ্টরা এবিষয়ে সহযোগিতা করবেন। আমাদের প্রচেষ্ঠাও অব্যাহত আছে। খুব শিগগিরই আমরা কুদালিছড়ার দৃশ্যমান নানা উন্নয়ন কাজ শহরবাসীকে উপহার দিতে পারব। তিনি ছড়াটিতে বাসাবাড়ি, হোটেল রেস্তুরা, কমিউনিটি সেন্টার ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য না ফেলার জন্য নাগরিকদের প্রতি সবিনয় অনুরোধ জানান। ছড়াটি পরিস্কার পরিচ্ছন্নতাসহ সার্বিক সৌন্দর্য রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
শিগগিরই শুরু হবে কুদালিছড়ার দৃশ্যমান সৌন্দর্য বর্ধনের কাজ
শেয়ার করুন