গত ২০শে জুলাই শনিবার ABEO ( Association of Bangladeshi Engineers of Ontario) এর উদ্যেগে ক্রুইজ শিপ ট্যুর বা প্রমোদ ভ্রমন অত্যন্ত জাঁকজমক পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। অন্টারিও তে অবস্থানরত বাংলাদেশী ইঞ্জিনিয়ার ও তাদের পরিবারবর্গের অন্টারিও লেকের এই প্রমোদ ভ্রমণ বিকাল ৬ঃ৩০ মিনিটে শুরু হয়ে রাত ১০ঃ৩০ পর্যন্ত চলতে থাকে। এবারের এই লাক্সারি Cruise Ship ভ্রমন ইভেন্টে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত জনাব মিজানুর রহমান এবং কানাডাতে নির্বাচিত প্রথম বাংলাদেশী এমপিপি ডলী বেগম।
এবিইও এর সভাপতি প্রকৌশলী রেজাউর রহমান, সহ সভাপতি ইউসুফ তালুকদার, পরিচালক হাবিব রহমান, পরিচালক নওশের আলী এবং পরিচালক ডঃ আলী তারিক সহ অন্যান্য পরিচলাক বৃন্দ প্রমোদতরীতে আগত সকল অভ্যাগতদেরকে আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানান। প্রকৌশলীরা এবং তাদের পরিবার পরিজন সহ এই ভ্রমন হয়ে উঠেছিল সত্যিকার অর্থে এক নান্দনিক আনন্দ ভ্রমন। অতি উন্নত মানের ডিনারের সাথে আমাদের বাড়তি পাওনা ছিল পূর্ব নির্ধারিত পুরোনো দিনের জনপ্রিয় বাংলা গানের পরিবেশনা। এমন একটি সফল এবং মাইলস্টোন নৌ ভ্রমনের জন্য গত ২/৩ মাস যাবৎ এবিইওর সকল পরিচালক এবং সদস্য বৃন্দ নেপথ্যে থেকে যে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ! নৌ ভ্রমন সফল ও সার্থক করার জন্য ABEO এর পাশে প্রাইম স্পনসর হিসেবে ছিলেন টরন্টোর অতি পরিচিত প্রথম বাংলাদেশী হোম বিলডার Custom Home Inc এর কর্নধার মিঃ শান দে এবং টাইটেল স্পন্সর ছিলেন মিঃ রাসেল সিদ্দিকি ও মিঃ দেওয়ান হক। ABEO এর পক্ষ থেকে মিঃ শান দে সহ অন্যান্য স্পন্সরদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
যাদের আন্তরিক অংশগ্রহন না থাকলে এই নৌ ভ্রমন কোন ভাবেই সম্ভব ছিল না, সেই সকল প্রকৌশলী এবং তাদের পরিবারবর্গ দের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা এই নৌ ভ্রমণে যদি এতটুকু আনন্দ পেয়ে থাকেন তাহলে আমরা ধন্য। কিন্তু কোন ভুলত্রুটি হলে এবিইওর পক্ষ থেকে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা আমাদের পাশে থাকলে ভবিষ্যতে আপনাদেরকে আরো চমকপ্রদ অনুষ্ঠান উপহার দিতে ABEO বদ্ধ পরিকর। সবাই ভাল থাকুন এবং সামার উপভোগ করুন!
বিনিতঃ- প্রকৌশলী নওশের আলী, পরিচালক, এবিইও