টরন্টোতে গ্রেটার খুলনা এসোসিয়েশন অব অন্টারিওর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

টরন্টোর স্কারবরোস্থ থমসন মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয়ে গেল গ্রেটার খুলনা এসোসিয়েশন অব অন্টারিওর বার্ষিক বনভোজন ২০১৯।

২১ জুলাই (রোববার) দুপুর ১২ টায় শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে সমাগম ঘটে বিপুল সংখ্যক খুলনাবাসীসহ বিভিন্ন অতিথিবৃন্দের।

এসোসিয়েশনের বার্ষিক এই বনভোজনটি মুখরিত হয়ে ছিল নানাবিধ খেলাধুলা, মধ্যাহ্নভোজ, রাফেল ড্র এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার বিতরনের মাধ্যমে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, বনভোজন কমিটির আহবায়ক ইসতিয়াকুর রহমান খান, রহমত উল্লাহ হাবীব, ড: শামছুল আলম আজিজী, শেখ ফারুক হোসেন, শরিফুল ইসলাম, পারভেজ আহমেদ মহিদ, মিজান রহমান, শেখ হাসিব হোসেন, ডা: এএসএম নূরুল্লাহ তরুণ, অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম, মীর মোহাম্মদ, মনি মোল্লা, লুৎফর আকন্দ মিঠু, শেখ মেজবাহুল হক, সারোয়ার-ই আলম, শফিউল আলম, আনিসুর রহমান, শামীম আরা, রেজিনা আক্তার, রেহেনা আখতার, সেলিনা আক্তার, শামীমুর রহমান, মাহমুদা নাসরিন, মুজিবর রহমান প্রমুখ।

শেয়ার করুন