আবুল কালাম আজাদ, সিলেটঃ
আসতাগফিরুল্লাহ!
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সিলেটে কী হচ্ছে এসব? মানুষ হজ করতে মক্কা-মদিনা যাচ্ছে ইহরামের কাপড় পরে; আর এই লোকগুলো ইহরামের কাপড়ের মতো কাপড় পরে সিলেট শাহজাহালালের মাজারে আসছে উরস করতে। নাআজুবিল্লাহি মিন জালিক।
সিলেটবাসীর কি কিছুই করার নাই? নাকি যুগের পর যুগ তারা এসব করেই যাবে?
আমার তো মনে হয় সিলেটের শীর্ষ আলিমগণ রাজনীতিবিদ, প্রশাসন, শহরের গণ্যমান্য মুরব্বিদের নিয়ে বসলে এটার একটা স্থায়ী সমাধান সম্ভব।
কিন্তু কেন কোনো পদক্ষেপ নেওয়া হয় না? কোথায় তাদের খুঁটির জোর? কী তাদের অদৃশ্য শক্তি? ইমানের শক্তি থেকে তাদের শক্তি কি বেশি হয়ে গেল? ইম্পসিবল।
প্লিজ সিলেটবাসী, দয়া করে আপনারা সচেতন হোন, প্রতিবাদ করুন। প্রতিরোধ করুন। বাস্তবধর্মী উদ্যোগ নিন। হাশরের মাঠে কিন্তু এই বলে পার পাবেন না যে, এখানে সিলেটের জনগণ অংশ নেয়নি। আপনার দরজার সামনে প্রকাশ্যে শিরকি কাজ হচ্ছে, মদ-গাঁজা সেবন হচ্ছে, নারীরা অশ্লীল আচরণ করছে, গানবাজনা হচ্ছে; আর আপনি নাকে নকল সরিষার তেল (আসল তেল নাকি পাওয়া যায় না) দিয়ে ঘুমাবেন, তা তো হয় না। আর আয়োজক তো অবশ্যই সিলেটের লোকজন। সরকার, প্রশাসন, রাজনৈতিক বিভিন্ন দলের লোকজনও জড়িত থাকে বলে শোনা যায়। কিন্তু আল্লাহর শক্তির সামনে ওই শক্তি কিছুই না।
একজন সিপাহসালার দাঁড়িয়ে গেলে খড়কোটোর ন্যায় ওরা ভেসে যাবে। জিহাদের ডাক দিন। ইনশাআল্লাহ কয়েক হাজার মুজাহিদ প্রস্তুত হতে মাত্র কয়েক ঘণ্টার প্রয়োজন হবে। ইনশাআল্লাহ। ভরসা রাখতে হবে শুধু আল্লাহ উপর। বিজয় অবশ্যম্ভাবী।