সাইফুল ইসলাম.
মৌলভীবাজার জেলার ছয় উপজেলা ও উপজেলা মর্যাদায় মৌলভীবাজার পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা দিয়েছেন। সম্প্রতি জেলা আওয়ামী লীগ এর কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী সম্মেলন শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিনিয়র আইনজীবি রাধাপদ দেব সজল (৩০ জুলাই মঙ্গলবার) সকালে বাংলা ট্রিবিউনকে জানান,সদর উপজেলায় সম্মেলন হবে ৭ সেপ্টেম্বর, শ্রীমঙ্গল উপজেলায় ৮ সেপ্টেম্বর, জুড়ী উপজেলায় ১০ সেপ্টেম্বর, মৌলভীবাজার পৌরসভায় ১৪ সেপ্টেম্বর, কমলগঞ্জ উপজেলায় ২০ সেপ্টেম্বর, রাজনগর উপজেলায় ২১ সেপ্টেম্বর ও কুলাউড়া উপজেলায় ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এই সিদ্ধান্ত গ্রহন করেন।’
এব্যাপারে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান জানান, বড়লেখা উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। উপজেলা মর্যাদায় মৌলভীবাজার পৌরসভা থাকায় উপজেলাগুলোর সঙ্গে পৌরসভার সম্মেলন হচ্ছে।গত ২৮ জুলাই জেলা আওয়ামীলীগের বর্ধিতসভায় এসব সিন্ধান্ত হয়েছে।’
এদিকে,সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। বেড়ে গেছে তাদের কর্মতৎপরতা।নতুন করে নেতৃত্বেও নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। দলীয় কার্যালয় এখন জমজমাট। যারা আগে মাসে একবারও কার্যালয়মুখী হতেন না এখন তারাও নিয়মিত। সারাবছর নানা কর্মসূচীর মধ্যে থাকলেও সম্মেলন সামনে রেখে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা নিজেদের নানাভাবে মেলে ধরার চেষ্টা করছেন।