সাইফুল ইসলাম
মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো.ফারুক আহমেদ পিপিএম (বার) বলেছেন,
প্রথমত আমি অগ্রাধিকার দিব সেটা হচ্ছে,আমার মৌলভীবাজার জেলা পুলিশের মাধ্যমে সাধারণ মানুষের যেনো হয়রানী না হয়,একটা কথা বলে না যে,উপকার করতে না পারি,কাউকে যেনো ক্ষতি না করি।থানাগুলোকে জনবান্ধব করতে চাই। দুনীতির সাথে আপোষ কখনোই করি নাই,কোনদিন করবও না।
আমার প্রতিটা মুহুর্ত,প্রতিটা সেকেন্ড এখানে কাটবে, কিভাবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি,পুলিশকে আরও জনবান্ধব করা।
প্রবাসীদের সেইফটি সিকিউরিটি নিয়ে আমাদের বিট পুলিশের যে কার্যক্রম আছে সেটাকে আমি আরও বেগবান করতে চাই। স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের সচেতন করা।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ,মৌলভীবাজার আয়োজিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে তার কর্ম দিবসের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো.আনোয়ারুল হক (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার),অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাশেদুল ইসলাম পিপিএম উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আরও বলেন,
‘১৬ বছরের চাকরি হয়েছে,এই ১৬ বছরে একেবারে বুকে হাত দিয়ে বলতে পারি,সামান্যতমও দুর্ণীতির সাথে আপোষ করিনি। চাকরি আর কয়বছর করব,এই জিনিসটার সাথে আপোষ কখনোই করি নাই,কোনদিন করবও না।
জেলা পুলিশের হেড হিসাবে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই,আমি এই ব্যাপারে শতভাগ বিশুদ্ধ থাকব।